চলতি বছরে ৫ লাখ গাছ লাগাবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ২০২৫ সালের মধ্যে ৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘পরিবেশ বাঁচাও’ শীর্ষক চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।

তিনি বলেন, “ডিএনসিসি এলাকার সব রাস্তা, ফুটপাত, মিডিয়ান ও পাবলিক স্পেসে বৃক্ষরোপণ শুরু হয়েছে। এই বছর আমরা ৫ লাখ গাছ লাগাবো। এই কর্মসূচিতে স্থানীয় কমিউনিটি ও পরিবেশবাদী সংগঠনগুলোকেও সম্পৃক্ত করা হবে।”

ডিএনসিসি প্রশাসক বলেন, “প্রতিদিন সিটি কর্পোরেশনের কর্মীরা ময়লা পরিষ্কার করছেন, কিন্তু মানুষ যত্রতত্র ময়লা ফেলায় পরিচ্ছন্নতা টিকছে না। মাঠ, পার্ক, ড্রেন, এমনকি খালেও ময়লা ফেলা হচ্ছে। এতে কর্মীরা ক্লান্ত হয়ে পড়ছে।”

তিনি আরও জানান, “অনেকে রান্নাঘরের জানালা দিয়েও ময়লা ফেলে। ফলে শহর দূষিত হচ্ছে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। প্লাস্টিক ও পলিথিনে বৃষ্টির পানি জমে এডিস মশার জন্ম হচ্ছে, বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। এই প্রবণতা বন্ধ করতে নাগরিকদের সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও পরিবেশকর্মী আনু মুহাম্মদ বলেন, “ঢাকার পরিবেশ ধ্বংসে বড় ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো দায়ী। খাল ও বন দখল করে তারা মুনাফা করছে। গত সরকারের সময়ে প্রাণবিনাশী উন্নয়নের নজির আমরা দেখেছি।”

তিনি আরও বলেন, “শিল্পী-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এমন উন্নয়নের বিরুদ্ধে কথা বলতে হবে। উন্নয়ন হতে হবে পরিবেশবান্ধব। নদী, বাতাস, জনজীবনের ক্ষতি করে—এমন প্রকল্প গ্রহণ করা উচিত নয়।”

অনুষ্ঠান শেষে মোহাম্মদ এজাজ প্রদর্শনী উদ্বোধন করেন এবং উপস্থিত অতিথিদের সঙ্গে মিলিয়ে ঘুরে দেখেন শিল্পী মো. আবু সেলিমের চিত্রকর্ম।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
মামুন-জিয়াউলের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল তিন মাস Apr 28, 2025
img
গাজীপুরে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ইমামের কারাগারে মৃত্যু Apr 28, 2025
img
আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দ্রুতই হবে: আসিফ নজরুল Apr 28, 2025
img
সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি Apr 28, 2025
img
জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ Apr 28, 2025
img
সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে : ডিএনসিসি প্রশাসক Apr 28, 2025
img
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে! Apr 28, 2025
img
বুমরাহকে ঘিরে রবি শাস্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ Apr 28, 2025
img
করলার এই ৫ উপকারিতা জানতেন? Apr 28, 2025
img
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা : হত্যার ভিডিও তদন্ত সংস্থার হাতে Apr 28, 2025