পঞ্চগড়ে একটি পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মৎসচাষি আসাদুজ্জামান আপেল। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের বিষমনি শিখনাথ এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মৎসচাষি ও স্থানীয়রা জানায়, আসাদুজ্জামান আপেল তিন বছরের চুক্তিতে ১ একর ২৩ শতাংশ জমির ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ দেয়। সকাল থেকেই পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। খবর পেয়ে মাছচাষি আসাদুজ্জামান আপেলও পুকুরে গিয়ে সব মাছ মরে ভেসে ওঠা দেখতে পান। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ ব্যাপারে মৎস্যচাষি আসাদুজ্জামান আপেল বলেন, ‘কিছুদিন আগেই পুকুরে পোনা মাছ ছেড়েছিলাম। প্রতিহিংসামূলকভাবে কেউ জঘন্য এই কাজ করেছেন। আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমআর/এসএন