ঈদ বকশিশের নামে বাড়তি ভাড়া আদায়, পাঁচ বাসকে জরিমানা

ঈদ বকশিশের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটে চলাচলকারী পাঁচটি বাসকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিনভর নগরের শাহ আমানত সেতু ও মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী রুটের পাঁচটি বাসকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঈদ বকশিশের নামে এসব রুটের বাসগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বলে জানান তিনি।

এ ছাড়া ভাড়া বেশি নেয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটের শ্যামলী পরিবহনের একটি বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান মনজুরুল হক।

এদিকে আইন না মেনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিজ্ঞাপন প্রচার করায় নগরের খুলশী এলাকার সুপারশপ বাস্কেটকে ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এদিন দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

 

টাইমস/জেডটি

Share this news on: