নোয়াখালীতে সেপটিক ট্যাংক থেকে সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে সাবেক এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ও নিহতের স্বজনেরা এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের নতুন বাড়ির সেপটিক ট্যাংক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীর হোসেন ওরফে সাদ্দাম (৩১) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মনহর আলী পিয়ানো বাড়ির মৃত মমিনুল হকের ছেলে। তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিসানের রড-সিমেন্ট দোকান সোলেমান ট্রেডার্সের ম্যানেজার ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর নিজ গ্রাম থেকে সাদ্দাম নিখোঁজ ছিলেন। এরপর তার পরিবার বিষয়টি মৌখিকভাবে বেগমগঞ্জ পুলিশকে অবহিত করে। শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের নতুন বাড়িতে আম কুড়াতে যায় কয়েকজন শিশু।

সেখানে তারা একটি সেপটিং ট্যাংকের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় সাদ্দামের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে বিষয়টি অবহিত করে। তাদের তথ্যের ভিত্তিতে দুপুর সোয়া ১২টার দিকে সদর ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
পহেলগাম কাণ্ডে আদনান শামির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, ক্ষোভ জানালেন গায়ক Apr 26, 2025
img
ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত বেড়ে ৫৬১ Apr 26, 2025
img
বৈদ্যুতিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ Apr 26, 2025
img
পৌনে ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু Apr 26, 2025
img
ফেইক ডেটিং অ্যাপে পলাশের নাম ব্যবহার, সতর্কতা করলেন তরুণী Apr 26, 2025
img
গল্পের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই কোয়েলের Apr 26, 2025
img
বিসিবির টাকা স্থানান্তর নিয়ে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য Apr 26, 2025
img
গল্পের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই সোনালের Apr 26, 2025
img
‘আড়ি’ ছবির প্রিমিয়ারে জমজমাট উপস্থিতি, চমকে দিলেন নুসরাত Apr 26, 2025
img
শুধু মাতৃত্ব বা নির্যাতনের বৃত্তে আমি নিজেকে আটকে রাখতে চাই না : স্বস্তিকা মুখোপাধ্যায় Apr 26, 2025