ধর্ষণ ঠেকাতে না পারলে দ্রুত নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দেন: আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, "এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক যে আজ আমাকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়। ৫ আগস্টের ঘটনার পর আমরা কখনোই চাইনি জাতি আবার এমন দুঃখজনক অবস্থার মুখোমুখি হবে।"

শনিবার এক সংবাদ সম্মেলনে আবদুস সালাম বলেন, "ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা শরীরের অঙ্গ হারিয়েছেন, তাদের পরিবারগুলোর আজও যখন চিকিৎসার সুযোগের জন্য কাঁদতে হয়, তখন সেই ব্যথা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি, কীভাবে আহত মুক্তিযোদ্ধারা অবহেলার শিকার হয়েছিলেন। আজও একই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। তখনো যেমন মুক্তিযুদ্ধকে পুঁজি করে কেউ কেউ নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, আজও শহীদ পরিবারের সন্তানেরা অবহেলার শিকার।"

আব্দুস সালাম বিশেষভাবে উল্লেখ করেন, "আগস্টের ফ্যাসিবাদকে বিদায় করতে যেয়ে যারা রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে এখন তার পরিবার তাদের ছেলেমেয়ে এইভাবে ধর্ষিত হবে। আমাদের আদাবর এলাকার শহীদ জসিম, যিনি বিএনপির ১০০ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন, তাঁর পরিবারকেও আমরা দলীয়ভাবে সাহায্য করে আসছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব শুরু থেকেই এই পরিবারের খোঁজখবর রাখছেন এবং সরাসরি তাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু সরকার আজও তাদের জন্য কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়নি।"

তিনি আরও বলেন, "আজকের এই সরকার জবাবদিহিতার কোনো ধার ধারে না। ৫ আগস্টের শহীদদের পরিবারের সন্তানদের যদি আত্মহত্যার মতো মর্মান্তিক সিদ্ধান্ত নিতে হয়, তবে তা সরকারের জন্য চরম লজ্জার বিষয়। যদি সরকার ন্যূনতম দায়িত্ব নিতে না পারে, তাহলে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হোক, যাতে অন্তত কিছু জবাবদিহিতা থাকে।"

আব্দুস সালাম লামিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত নসিব করেন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন। আল্লাহর দরবারে ফরিয়াদ ছাড়া এখন আর কিছু বলার নেই।"

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

মেইড ইন জার্মান, তৈরি হচ্ছে পল্টনে Apr 27, 2025
নির্বাচনের রোডম্যাপ নিয়ে যা বললেন পার্থ Apr 27, 2025
ঢাকার সঙ্গে কেমন সম্পর্ক চায় ইসলামাবাদ, জানালেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ Apr 27, 2025
রাজনৈতিক দলের মতামত নিয়ে যা বললেন আমীর খসরু মাহমুদ Apr 27, 2025
img
মৌলিক সংস্কারে ঐকমত্য আছে, বাস্তবায়নে ম্যান্ডেট নিতে হবে জনগণের : জোনায়েদ সাকি Apr 27, 2025
রাষ্ট্র কোনো মামুর বাড়ির আম পেড়ে খাওয়া অবস্থা না Apr 27, 2025
বিএনপিকে ‘সামাজিক ক্লাব’ বললেন পিনাকী Apr 27, 2025
যে কারণে আটকে যেতে পারে পদ্মা রেলসেতু প্রকল্পের কাজ Apr 27, 2025
img
পাকিস্তানিরা দুর্ভোগে আছে, আক্রমণের প্রয়োজন নেই: বিজয় দেবরকোন্ডা Apr 27, 2025
চট্টগ্রামে সিডিএ ও সিটি করপোরেশনে দুদকের হানা! Apr 27, 2025