জামালপুরের চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৭টি কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।
জানা গেছে, চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জেলার বকশীগঞ্জ উপজেলার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে ১ জন, ইসলামপুর উপজেলার ৪নং চর স্কুল অ্যান্ড কলেজকেন্দ্র থেকে ৪ জন পরিক্ষার্থীকে বহিষ্কার ও ৫ জন সহকারী শিক্ষক অব্যাহতি, মাদারগঞ্জ উপজেলার ৪টি পরীক্ষাকেন্দ্র থেকে ১২জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা বেগম, বেনুয়ার চর এম এইচ উচ্চ বিদ্যালয়ের আলম ওয়ালিউল্লাহ, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শাহজাহান কবির ও ৪নং চর হাই স্কুল অ্যান্ড কলেজের মো. রুহুল আমিন ও পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের রাসেল সরদার। এছাড়াও মাদারগঞ্জে আব্দুর রহমান, নাসরিন ও মাফিজুর রহমান নামে আরও তিনজন সহকারী শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মাদারগঞ্জ পরীক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পরিদর্শনের সময় পরীক্ষা চলাকালীন ৪টি পরীক্ষাকেন্দ্রে ১২জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট তিনটি কেন্দ্রের দায়িত্ব পালনকারী তিনজন শিক্ষককে অব্যাহতির সুপারিশ করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার দায়ে ৫ জন শিক্ষককে অব্যাহতি ও অসাদুপায় অবলম্বন করায় ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এফপি/টিএ