স্থগিত করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। আগামী ৮ মে থেকে শুরু হওয়ার কথা ছিল এই পরীক্ষা। তবে, চাকরিপ্রত্যাশীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে পিএসসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
এর আগে, একই দিনে চাকরিপ্রত্যাশীরা শাহবাগ মোড়ে পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন। এ কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়।
পিএসসি’র চেয়ারম্যান অবরোধকারীদের দাবির প্রেক্ষিতে লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করেন।