ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

ভোলার চরফ্যাশনে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে হাতাহাতির পর জেলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন, যা ব্যাপক যাত্রী দুর্ভোগ সৃষ্টি করেছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে যাত্রীরা বিপাকে পড়েছেন। বাস শ্রমিকরা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে অবস্থান নিয়েছেন এবং ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ করছেন। তারা চরফ্যাশন থেকে ছেড়ে আসা ৩টি বাস আটক করে বাসস্ট্যান্ডে ঢুকিয়ে রাখেন, যা আধাঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।

ধর্মঘটের কারণে জেলার অন্যান্য উপজেলায় চলাচলকারী যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। দ্বিগুণ ভাড়া আদায় এবং যাত্রার সময় বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে। বেশ কিছু শিক্ষার্থী এবং যাত্রী বাসস্ট্যান্ডে এসে জানেন যে ধর্মঘট চলছে, কিন্তু বিকল্প যানবাহনে চড়তে বাধ্য হচ্ছেন এবং এর ফলে তাদের উপর আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।

এদিকে, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান জানান, চরফ্যাশনে অটোরিকশা চালকরা বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়েছেন, যার ফলে কয়েকজন বাস শ্রমিক আহত হয়েছেন। তিনি বলেন, যদি অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় এবং বাস শ্রমিকদের ওপর হামলার বিচার না করা হয়, তবে ধর্মঘট অব্যাহত থাকবে।

ভোলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীরা দ্রুত বাস ধর্মঘট প্রত্যাহার করে যাত্রীদের দুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কুমিল্লায় স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু Apr 28, 2025
img
পহেলগাম কাণ্ডের আঁচ পড়ল সালমানের জীবনেও Apr 28, 2025
img
ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন : সংস্কৃতি উপদেষ্টা Apr 28, 2025
img
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ায় সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া Apr 28, 2025
img
নতুন মামলায় গ্রেফতার তুরিন আফরোজ Apr 28, 2025
img
মোরারজি দেশাইয়ের মতোই নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল Apr 28, 2025
img
জামায়াত-শিবির একটা গালি, হাওয়া ভবন একটা গালি, এখন জয় বাংলাও আরেকটা গালি: গোলাম মাওলা রনি Apr 28, 2025
img
তৃতীয় উইকেটে রেকর্ড জুটি গড়ে চা বিরতিতে জিম্বাবুয়ে Apr 28, 2025
img
২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ Apr 28, 2025
img
ড্রোন পাওয়া গেছে আইন উপদেষ্টার বাসভবনে, নিরাপত্তা জোরদার Apr 28, 2025