পাকিস্তান বাতিল করল যুদ্ধবিরতি চুক্তি, এলওসিতে চলছে তীব্র গোলাগুলি

কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারতের কড়া অবস্থানের জবাবে পাকিস্তানও পাল্টা কৌশল গ্রহণ করেছে। উত্তেজনা বাড়ার মধ্যে ইসলামাবাদ ঘোষণা দিয়েছে যে, তারা ভারতের সাথে বিদ্যমান একাধিক দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করছে। বিশেষ করে, দুই দেশের মধ্যে কাশ্মির সীমান্ত বরাবর যে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, তা এখন কার্যত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

ইতোমধ্যে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে টানা কয়েক রাত ধরে ছোট অস্ত্রের গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় কর্মকর্তাদের মতে, কিছু এলাকায় তিন রাত ধরেই গুলি বিনিময় হয়েছে, আবার কেউ কেউ জানিয়েছেন, তিন রাতের মধ্যে দু’টি রাতে সংঘর্ষ হয়েছে।

কাশ্মিরের অভ্যন্তরেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে। হামলার সাথে সংশ্লিষ্টদের খুঁজে বের করতে ব্যাপক ধরপাকড় ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

উত্তেজনার অংশ হিসেবে ভারত পাকিস্তানমুখী নদীগুলোর পানিপ্রবাহ সীমিত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মকর্তা এবং ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ জারি করা হয়েছে।

এর পাল্টা জবাবে পাকিস্তান ভারতের সাথে একাধিক দ্বিপক্ষীয় চুক্তি, বিশেষ করে কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর যুদ্ধবিরতির চুক্তি, স্থগিত করার ঘোষণা দিয়েছে।

এদিকে ভারতের বিভিন্ন শহরে কাশ্মিরি মুসলিম শিক্ষার্থীরা ব্যাপক হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। অনেক শিক্ষার্থী হুমকি ও সহিংসতার আশঙ্কায় নিজেদের বাড়িতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। ভারতের অভ্যন্তরে মুসলিমবিরোধী মনোভাবও এই সংকটের জটিলতা আরও বাড়িয়ে তুলছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পহেলগাম কাণ্ডে ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা দিল চীন Apr 28, 2025
ইশরাককে মেয়র ঘোষণা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল Apr 28, 2025
img
'আমি বর-কনে উভয়পক্ষেরই' বললেন ছোট পর্দার ‘ফুলকি’ Apr 28, 2025
ইরেশ যাকেরের মা/ম''লা নিয়ে যা বললেন ফারুকী Apr 28, 2025
জুলাই আ"ন্দো"ল'নের মামলায় ঢালাও আসামি করার অভিযোগ Apr 28, 2025
টিকটকে জু"য়া"র প্রচারনা, সতর্ক করায় সাংবাদিকের বিরুদ্ধে জিডি Apr 28, 2025
সাংবাদিকের প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন ফারুকীর, উত্তর নেই সাংবাদিকের Apr 28, 2025
পহেলা বৈশাখ নিয়ে সাংবাদিকের ভুল সংশোধন করে যে উত্তর দিলেন উপদেষ্টা ফারুকী Apr 28, 2025
যে কারণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে জামায়াতে ইসলামী Apr 28, 2025
কোন মহামানবকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন সং/গ্রা/ম হয়নি Apr 28, 2025