মোহাম্মদপুরে এক মাসের ব্যবধানে ব্যবসায়ীর বাড়িতে আবারও গুলি

রাজধানীর মোহাম্মদপুরে এক মাসের ব্যবধানে একই ব্যবসায়ীর বাড়িতে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুর টাউন হলের কাছে শেরশাহ শূরী রোডে ব্যবসায়ী মনির হোসেনের বাড়ির গ্যারেজে মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা ঢুকে গুলি চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ বলছে, ঘটনার দিন দুপুর ২টার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির মধ্যে পেছনে বসা একজন নেমে বাড়ির গ্যারেজে ঢুকে গুলি চালায়। এরপর একই মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, এক মাস আগে গত ২৪ মার্চ শেরশাহ সূরী রোডের মনির হোসেন নামে এক ব্যবসায়ীর বাসার নিচতলায় দুই সন্ত্রাসী ঢুকে গুলি করে পালিয়ে যায়। একই বাসার গেটের সামনে সোমবার মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা আবার ফাঁকা গুলি করে চলে যায়।

এসি মেহেদী হাসান বলেন, আগের ঘটনার সঙ্গে এর কোনো মিল আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগের ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তারের পাশাপাশি সন্ত্রাসীদের মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

এদিকে, এক মাস আগের ঘটনার সময় বাসায় না থাকলেও এবার বাসার নিচতলায় ছিলেন বলে জানান মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মনির হোসেন।

তিনি বলেন, সন্ত্রাসীরা এবার আমার কাছে কিছুই দাবি করেনি। তারা এসে এক রাউন্ড গুলি করে চলে যায়। আমাদের মতো ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতায় ভোগার বিষয়টি হতাশাজনক।

সোমবারের ঘটনার ফুটেজে দেখা যায়, ওই বাসার এক ব্যক্তি গেট খুলে দেওয়ার পর একজন একটি বাইসাইকেল নিয়ে গ্যারেজে ঢোকেন। ওই ব্যক্তি গেট লাগিয়ে দেওয়ার মুহূর্তে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গেটের সামনে এসে দাঁড়ান।

এরপর মোটরসাইকেলে চালকের পেছনে বসা হেলমেট পরা ব্যক্তিটি নেমে ভেতরে ঢোকার সময় কোমর থেকে অস্ত্র বের করেন এবং ভেতরে দুই পা রেখে গুলি চালান। তখন গেট খুলে দেওয়া ব্যক্তি আত্মরক্ষায় বাড়ির ভেতরে দৌড়ে ঢুকে পড়েন।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘লাইভ স্ট্রিমিং’ করে গণহত্যা, অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের Apr 29, 2025
img
রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Apr 29, 2025
img
আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন?- শবনম ফারিয়ার Apr 29, 2025
img
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর দাবি ফ্রিল্যান্সারদের Apr 29, 2025
img
বিস্ফোরণে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে প্রাণ গেলো ২৬ জনের Apr 29, 2025
img
পুতুলের ফ্ল্যাট জব্দ, দেখাশুনার জন্য রিসিভার নিয়োগ Apr 29, 2025
img
আমি কী করব, কিভাবে বাঁচব, তা একমাত্র আমিই ঠিক করি : বাঁধন Apr 29, 2025
img
শেখ হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ Apr 29, 2025
দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা Apr 29, 2025
img
লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানাল জাতিসংঘ Apr 29, 2025