কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে কথা বলবে আমেরিকা

কাশ্মীর নিয়ে এক প্রশ্নের উত্তরে স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘কাশ্মীর পরিস্থিতি নিয়ে আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করছি।’জম্মু-কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিরসনে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন অ্যামেরিকার সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিও।স্টেইট ডিপার্টমেন্টে মঙ্গলবার ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস এ তথ্য জানান বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কাশ্মীরে গত ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের যোগসূত্র দেখছে ভারত, তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছে।
পেহেলগামে হামলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি উঠেছে ভারতের রাজনৈতিকসহ বিভিন্ন মহলে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটিতে ভারতের সম্ভাব্য হামলার তথ্য দিয়েছেন।

এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন বিশ্বের প্রভাবশালী একাধিক দেশের নেতারা।

কাশ্মীর নিয়ে এক প্রশ্নের উত্তরে স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘কাশ্মীর পরিস্থিতি নিয়ে আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করছি।’

সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবির বক্তব্য উদ্ধৃত করে মুখপাত্র বলেন, ‘আমরা দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করছি এবং তাদের পরিস্থিতির অবনতি না করার কথা বলছি।’ট্যামি ব্রুস আরও বলেন, ‘তিনি (রুবিও) পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ (মঙ্গলবার) বা আগামীকালের (বুধবার) মধ্যে কথা বলার প্রত্যাশা করছেন।

‘তিনি অন্যান্য দেশের নেতা, অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরও এ ইস্যুতে দেশ দুটির (ভারত ও পাকিস্তান) সঙ্গে যোগাযোগের জন্য উৎসাহ দিচ্ছেন।’

স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে (কাশ্মীর) প্রতিদিনই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেক্রেটারি পাকিস্তান ও ভারতে তার সমকক্ষদের (পররাষ্ট্রমন্ত্রী) সঙ্গে সরাসরি কথা বলছেন।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
রাখাইনের জন্য ‘মানবিক করিডরের’ নামে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার আত্মঘাতী পদক্ষেপ হবে: ভিপি নুর Apr 30, 2025
পা'র'মা'ণ'বি'ক অ''স্ত্র তৈরিতে বাংলাদেশের সম্ভাবনা Apr 30, 2025
img
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি Apr 30, 2025
img
শিক্ষার্থীদের মিছিল-সমাবেশে অংশগ্রহণে নিষেধাজ্ঞা Apr 30, 2025
img
২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা করতে পারে ভারত : পাকিস্তানের তথ্যমন্ত্রী Apr 30, 2025
img
বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীর ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা Apr 30, 2025
img
অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই : ক্ষুব্ধ বিএনপি Apr 30, 2025
img
৫৪ জনকে জাহান্নামে পাঠিয়েছি, জানালো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী! Apr 30, 2025
img
গাজায় খাদ্য সংকট তীব্র হওয়ার আশঙ্কা! Apr 30, 2025
img
মানিকগঞ্জে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা Apr 30, 2025