কানাডায় কার্নি ও লিবারেল পার্টির জয়, অভিনন্দন জানালেন ট্রাম্প

কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন মধ্য-বাম লিবারেল পার্টি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জয় ঘোষণার পরই কার্নিকে দেশটির সাধারণ নির্বাচনে বিজয়ের জন্য ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা নিকট ভবিষ্যতে সাক্ষাৎ করার ব্যাপারে একমত হয়েছেন।

তবে বিজয়ী ভাষণে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন কার্নি।

তিনি বলেন, ট্রাম্প আমাদেরকে (কানাডা) 'ভাঙার' চেষ্টা করছেন, যাতে যুক্তরাষ্ট্র আমাদেরকে দখলে নিয়ে নিতে পারে। তবে এমনটি কখনোই হবে না। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না।

এদিকে ট্রাম্পের বাণিজ্য শুল্ক আর কানাডার সার্বভৌমত্ব নিয়ে মন্তব্য কানাডার নির্বাচনের ওপর ছায়া ফেলেছে, যা শেষ পর্যন্ত কার্নির লিবারেল দলকে সংখ্যালঘু সরকার গঠনের পথে নিয়ে যায় বলে জানায় সরকারি সম্প্রচারকারী সংস্থা সিবিসি।

এই ফলাফল কার্নির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা এবং দেশের বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলাকে আরো চ্যালেঞ্জিং করে তুলবে, কারণ তাকে অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন অর্জন করতে হবে।

নির্বাচনের পর তাদের প্রথম ফোনালাপে, ট্রাম্প কার্নিকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বলে প্রধানমন্ত্রী কার্নির দপ্তর মঙ্গলবার জানায়।

প্রধানমন্ত্রীর দপ্তর আরো জানায়, দুই নেতা ‘স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে কানাডা ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার গুরুত্ব’ নিয়ে একমত হয়েছেন, যা উভয় দেশের মঙ্গল বয়ে আনবে।

কানাডার হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭২ আসন।

তবে লিবারেলরা ১৬৯টি আসন জিতেছে বলে ধারণা করা হচ্ছে। 

তাই লিবারেলদের সরকার গঠন করতে অন্য দলের সঙ্গে জোট করতে হবে। এছাড়া আইন পাস করাতে হাউজ অব কমন্সে অন্যান্য দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে লিবারেলদের। তারা আস্থা ভোটেও পরাজয়ের সম্ভাবনার মুখে রয়েছে।

এসএম/টিএ

Share this news on: