সাতক্ষীরার বাইপাস সড়কের পাশে মিলল ককটেল ও পেট্রোল বোমার মতো ১৩টি বস্তু

সাতক্ষীরার বাইপাস সড়কের পাশে একটি প্লাস্টিকের বালতিতে ককটেল-পেট্রোল বোমা সদৃশ প্রায় ১৩টি বস্তু পাওয়া গেছে।

খবর পেয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার পর বকচরা এলাকায় মৌবন রেস্টুরেন্টের কাছেই এসব বস্তু ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

রাত ৯টার দিকে ওই রেস্টুরেন্টের কাছেই দুটি বাজারের ব্যাগে চার-পাঁচটি ককটেল ও সাত-আটটি পেট্রোল বোমা সদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পরে সেখানে হাজির হন সেনাবাহিনী ও র‌্যাব-৬ এর সদস্যরাও।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে নিরাপদ দূরত্ব বজায় রেখে পুলিশের একটি টিম স্ট্যান্ড বাই রয়েছে। বুধবার সকালে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বস্তুগুলো ধ্বংস করবে।

আরএম/টিএ

Share this news on: