জামিনে মুক্তির পর জেলগেটেই আওয়ামী লীগ নেতা ফের গ্রেফতার

বরগুনা কারাগার থেকে জামিনে মুক্তির পর মো. আখতারুজ্জামান বাদল খান নামে এক আওয়ামী লীগ নেতাকে জেল গেটের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই নেতা আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বুধবার (৩০ এপ্রিল) বরগুনা কারাগার থেকে জামিনে বের হলে রাত সাড়ে ৯টার দিকে জেলগেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ১০ এপ্রিল রাতে আমতলী উপজেলার পাতাকাটা নামক এলাকার একটি অনাথ আশ্রম থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে আওয়ামী লীগের দাপুটে নেতা হিসেবেই পরিচিত ছিলেন বাদল খান। তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, দুর্নীতি, দখলবাজি ও সাধারণ মানুষকে হয়রানিসহ অসংখ্য অভিযোগও রয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের আগস্ট মাসে আমতলী পৌরসভা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত একটি মামলায় পুলিশ অভিযুক্ত আসামি বাদল খানকে গ্রেফতার করে। পরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরবর্তী সময়ে ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হন তিনি। তবে জামিনে বের হলেও বরগুনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দায়েরকৃত নতুন মামলায় জেলগেটের সামনে থেকে বাদল খানকে আবারও গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামান বাদল খানকে জেলগেটের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। 

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই May 02, 2025
img
মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে প্রাণ হারালেন যুবক May 02, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ May 02, 2025
img
যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ May 02, 2025
img
ভারতে নিষিদ্ধ হচ্ছেন আফ্রিদি! May 02, 2025
img
শ্রমিক দিবসে শাকিব খানের আবেগঘন বার্তা, পর্দার পেছনের শ্রমিকদের জানালেন শ্রদ্ধা May 02, 2025
img
চার বন্ধু, একটি বাইক— ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের May 02, 2025
img
ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী May 02, 2025
img
ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, দুই যুবক আটক May 02, 2025
img
বাসায় ডেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, রাজধানীতে গ্রেফতার ২ May 02, 2025