রাজস্থানে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে নতুন নির্দেশনা জারি

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থান থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় বৈঠকের পর রাজ্যটির মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই নির্দেশ দেন।

একইসঙ্গে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশও দিয়েছেন তিনি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বুধবার পুলিশকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট করার) নির্দেশও দিয়েছেন।
মুখ্যমন্ত্রী একাধিক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এক কর্মকর্তা জানান, “মুখ্যমন্ত্রী রাজ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি তাদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে কর্মকর্তাদের বলেছেন।”

এদিন মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের এক পর্যালোচনা বৈঠকেও অংশ নেন। সেখানে তিনি জানান, সরকার ২০২৭ সালের মধ্যে রাজ্যের কৃষকদের দিনে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সেইসঙ্গে শিল্প খাতেও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য বিদ্যুৎ উৎপাদন, সংক্রমণ ও বিতরণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে এবং তা দূরদর্শিতা ও পরিকল্পনার সঙ্গে করতে হবে।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক-মালিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দরকার: শ্রম সচিব May 01, 2025
img
বান্ধবীদের সঙ্গে মিলে মুরগি চুরি করেছিলেন অপু বিশ্বাস! May 01, 2025
img
কী করলে সবচেয়ে বেশি খুশি হন সানি লিওন? May 01, 2025
img
আগামী ৫ দিন যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে May 01, 2025
img
খাকি’র সাফল্যের পর নতুন হিন্দি ছবিতে জিত? May 01, 2025
img
মালিকরা যেন শ্রমিকদের সন্তানের মতো রাখে: শ্রম উপদেষ্টা May 01, 2025
নিহত ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় May 01, 2025
img
‘পাকিস্তান অস্ত্র জাদুঘরে রাখবে না’ May 01, 2025
পাল্টা জবাবে পা'কিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ ঘোষণা May 01, 2025
img
সরকার পুঁজিবাদী ব্যবস্থার বিশৃঙ্খলা মেরামতে ব্যস্ত : টাফ May 01, 2025