পাক-ভারত উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ব্যাপক সামরিক মহড়া

ভারতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়া অব্যাহত রেখেছে। পাশাপাশি কৌশলগত যুদ্ধ পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে।

আজ বৃহস্পতিবার (১ মে) নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ জিও নিউজ।

মহড়ায় আধুনিক অস্ত্র এবং যুদ্ধ কৌশলের সরাসরি প্রদর্শন অন্তর্ভুক্ত রয়েছে। মহড়ার সময় অফিসার এবং সৈন্য উভয়ই তাদের পেশাদার দক্ষতা পূর্ণাঙ্গভাবে প্রদর্শন করেছেন বলে জানিয়েছে সূত্র।

সূত্র আরও বলেছে, এই সামরিক মহড়ার উদ্দেশ্য হলো শত্রুর যেকোনো আগ্রাসনের কঠোর ও চূর্ণ-বিচূর্ণ জবাব দেওয়া।

কিয়ানি ও মন্ডল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে বিনা উস্কানিতে গুলিবর্ষণের জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করার একদিন পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) চকপুত্র পোস্টসহ শত্রু বাঙ্কারগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে।

পহেলগাম হামলার পর গত এক সপ্তাহ ধরে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।

পালটা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এই আবহেই গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন বলে খবরে বলা হয়েছে।

এসএম/টিএ


Share this news on:

সর্বশেষ

আদানির কর ফাঁকিতে কায়কাউসের কারসাজি খতিয়ে দেখছে দুদক May 01, 2025
img
শাহরুখ খান আমার ছোটবেলার ক্রাশ: তানহা তাসনিয়া May 01, 2025
img
বাংলাদেশের হয়ে খেলতে কানাডার ছাড়পত্র পেলেন সমিত সোম May 01, 2025
img
ইয়ামালকে নতুন চ্যালেঞ্জ দিলেন ফ্লিক May 01, 2025
img
জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন : রিজভী May 01, 2025
img
‘ভারতের সাত রাজ্য দখল’ নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে সরকার একমত না May 01, 2025
img
জোট নয়, ৩০০ আসনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ May 01, 2025
img
নিজেরা ফ্যাসিস্ট হয়ে উঠছি কিনা, প্রশ্ন রাখলেন মির্জা আব্বাস May 01, 2025
img
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা May 01, 2025
img
পুরনো শ্রমিকদের বুকে জড়িয়ে বিদায় জানালেন মালয়েশিয়ান মালিক May 01, 2025