সুনামগঞ্জে ট্রলারসহ ৯০টি ভারতীয় গরু আটক

সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী দিয়ে ট্রলারে করে পাচারের সময় ভারতীয় ৯০টি গরু আটক করেছে প্রশাসন। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
 
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্য থেকে গরুগুলো দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভোগলাবাজার গরুর হাটে এগুলো কিছু স্থানীয় গরুর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। কাগজপত্রে ‘স্থানীয়’ দেখিয়ে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা করা হচ্ছিল গরুগুলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ৯০টি গরুসহ একটি ট্রলার জব্দ করা হয়।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, আমরা আগে থেকেই জানতে পারি, একটি বড় চালানে ভারতীয় গরু নদীপথে সুনামগঞ্জ হয়ে দেশের অভ্যন্তরে পাঠানো হবে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক গরুগুলোকে সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তার যাচাইয়ে প্রমাণ মিলেছে যে বেশিরভাগ গরুই ভারতের মেঘালয়ের। আপাতত গরুগুলো স্থানীয়দের জিম্মায় হস্তান্তর করা হবে।
 
এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Share this news on:

সর্বশেষ

img
খেলাফত মজলিস আমিরের দাবি: শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা করা হোক May 02, 2025
img
মালাইকার প্রেমজীবন নিয়ে নতুন গুঞ্জন: ২০২৫ হবে তার জন্য শুভ বছর May 02, 2025
img
পহেলগাঁও হামলার বিচারিক তদন্তের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট May 02, 2025
img
আমেরিকান নামি-দামি ব্র্যান্ডের আসল দাম ফাঁস করে দিলো চীন May 02, 2025
img
জবাবদিহি আর ক্ষমতা জনগণের হাতে—নতুন রাষ্ট্রচিন্তা নিয়ে ফরহাদ মজহার May 02, 2025
img
শাহরুখের মতো রোমান্স কেউ পারে না—মাধবনের আক্ষেপ হারিয়ে যাওয়া প্রেমের গল্প নিয়ে May 02, 2025
img
পছন্দের দলকে ক্ষমতায় নিতে আইওয়াশের আয়োজন করছে ইসি: সারোয়ার তুষার May 02, 2025
img
যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজসম্পদ চুক্তি: প্রতীকের রাজনীতি, বাস্তবতায় অনিশ্চয়তা May 02, 2025
img
চ্যাটজিপিটিতে আসছে কেনাকাটার নতুন টুল May 02, 2025
img
মুম্বাইয়ের সামনে টিকতেই পারল না রাজস্থান, শূন্য রানে ফিরলেন সুরিয়াভানশি May 02, 2025