অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিল ওমান

ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এই তিন মাস সময়কালে শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মওকুফ বলে বিবেচিত হবে। একই সময়ে অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন। বিষয়টি মাস্কাট দূতাবাস থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ব্লক করেছে সেসব প্রবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন না। যারা নতুন কোনো নিয়োগকর্তার অধীনে বৈধ হবেন তাদের ভিসা নবায়নে খরচ হবে আনুমানিক ৩১০ রিয়াল। তবে আইন মোতাবেক, এই খরচের সবটুকু সংশ্লিষ্ট স্পনসরকেই পরিশোধ করতে হবে।

দূতাবাস জানিয়েছে, এই ঘোষণার পরে ভিসা নবায়ন কিংবা ব্লক উঠিয়ে দেওয়ার নামে দালালদের দৌরাত্ম্য বেড়ে যেতে পারে।

আরআর/টিএ

Share this news on: