শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের বোঝা লাঘব করতে শ্রমিক কার্ড চালুর ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই কার্ডের ফলে ১০ লাখেরও বেশি শ্রমিক সুবিধা ভোগ করতে পারবেন। বিভিন্ন কোম্পানিতে মিলবে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। গতকাল ১ মে শ্রমিক দিবস অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
আনোয়ারের মতে, এই উদ্যোগের লক্ষ্য শ্রমিকদের অবদানের প্রশংসা করা এবং তাদের জীবনযাত্রার ব্যয়ের বোঝা লাঘব করা। সিভিল ওয়ার্কার্স কার্ডধারীরা সারা দেশে সুযোগ-সুবিধা ভোগ করবে। আজিয়াটা এরিনা, বুকিত জলিলে এক অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে আনোয়ার ইব্রামি বলেন, শ্রমিক কার্ডধারীরা ১০০টিরও বেশি কোম্পানিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
এ ছাড়া তিনি তিনটি রাজ্যে কুয়ালালামপুর, পেনাং ও জোহরে ওয়ান-স্টপ কর্মচারী পরিষেবা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন।
তিনি শ্রমিকদের প্রবেশাধিকার সহজতর করার জন্য এবং কর্মসংস্থান-সম্পর্কিত দ্রুত সমস্যার সমাধান করতে বিভিন্ন শ্রম-সম্পর্কিত পরিষেবাকে এক ছাদের নিচে একত্রিত করবেন।
এই ওয়ান-স্টপ সেন্টারের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে জড়িত সব কর্মচারী বিষয়গুলো আরো দক্ষতার সঙ্গে, দ্রুত ও জনবান্ধবভাবে সম্পন্ন করা যাবে বলে আনোয়ার ইব্রাহিম মন্তব্য করেন।
আরএম/টিএ