কাশ্মীরের নাগরিকদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ পাকিস্তানের

পাকিস্তানের আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার কারণে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে শুক্রবার (২ মে) আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক এই নির্দেশনা দেন।

তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “সীমান্ত রেখার (এলওসি) কাছের ১৩টি নির্বাচনী এলাকার মানুষকে দুই মাসের খাবার মজুদ করতে বলা হয়েছে। এছাড়া ওই এলাকাগুলোর মানুষের খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত রাখতে ১০০ কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে।” আজাদ কাশ্মীরের রাস্তাঘাটগুলো ঠিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও সীমান্ত রেখার কাছে মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া পহেলগামে হামলায় সৃষ্ট উত্তেজনার জেরে যে কোনো সময় সামরিক হামলা করতে পারে ভারতীয় সেনাবাহিনী— এমন আশঙ্কায় ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা। বৃহস্পতিবার এক সরকারি নোটিশে এ আদেশ জারি করা হয়।

পাকিস্তানের সরকারি কর্মকর্তারা অবশ্য সরাসরি বন্ধের ব্যাপারটি স্বীকার করতে চাননি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে তারা বলেছেন গরম ও তাপপ্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানিয়েছেন, উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী— মূলত এমন আশঙ্কা থেকেই বন্ধ করা হয়েছে মাদ্রাসাগুলো।

“এই মুহূর্তে আমরা দুই ধরনের তাপ্রবাহের মুখোমুখী— একটির উৎস আবহাওয়া এবং অপরটির উৎস (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদি। গতকাল (বৃহস্পতিবার) আমরা আজাদ কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তান প্রশাসনের সব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং সে বৈঠকে সর্বসম্মত ভাবে এই ছুটির সিদ্ধান্ত হয়েছে। আমরা আমাদের মাদ্রাসার নিরপরাধ শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে চাই না,” রয়টার্সকে বলেন হাফিজ নাজির আহমেদ।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইলেন তারেক রহমান May 03, 2025
ভাবি’ শব্দ নিয়ে আ'প'ত্তি জানিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা আখতার May 03, 2025
img
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর May 03, 2025
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ May 03, 2025
img
মিয়ানমার সীমান্তে বিভিন্ন তৎপরতা হুমকি মনে করছে না বাংলাদেশ May 03, 2025
img
রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি, বাবার স্বাস্থ্য ও নিরাপত্তা ইস্যুতে হতাশা প্রকাশ May 03, 2025
img
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত May 03, 2025
img
গণমাধ্যমের সকল কালো আইন বাতিলের দাবি ডিআরইউর May 03, 2025
img
টিকটককে ইইউর ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা May 03, 2025
img
দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করার আহ্বান পরিকল্পনা উপদেষ্টার May 03, 2025