বিবিসিকে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে যুক্তরাজ্যের রাজপরিবারে ফিরে যেতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রিন্স হ্যারি। সাক্ষাৎকারে তিনি তার বাবা রাজা চার্লসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং যুক্তরাজ্যে নিরাপত্তা কমিয়ে দেওয়ার মামলায় পরাজয় নিয়ে হতাশার কথা জানান।
হ্যারি বলেন, “নিরাপত্তা ঘিরে এমন পরিস্থিতির কারণে বাবা আমার সঙ্গে কথা বলেন না। আমি আর লড়াই করতে চাই না। জানি না বাবা কতদিন বাঁচবেন।”
উল্লেখ্য, রাজা চার্লস প্রায় ১৫ মাস আগে ক্যান্সারে আক্রান্ত হন এবং বর্তমানে চিকিৎসাধীন। সম্প্রতি ব্যক্তিগত এক বার্তায় তিনি এই রোগ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।
সম্প্রতি যুক্তরাজ্যে সফরকালে হ্যারির নিরাপত্তা কমিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলায় আপিল আদালতের রায়ে হেরে গেছেন হ্যারি। এরপরই তিনি এই সাক্ষাৎকার দেন।
২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগান ও সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান হ্যারি। এরপর থেকে ব্রিটিশ সরকার তার নিরাপত্তা নিয়ে আগের নিয়মে সেবা না দিয়ে প্রতিটি সফরে আলাদাভাবে বিবেচনার সিদ্ধান্ত নেয়। আদালত হ্যারির আপিল খারিজ করে দেয়।
হ্যারি বলেন, “আমি আমার পরিবারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। আইনি লড়াইয়ের কোনো মানে দেখি না। জীবনটা খুবই মূল্যবান।”
তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে মতপার্থক্য থাকলেও তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে স্ত্রী মেগান ও সন্তানদের নিয়ে রাজপরিবারে ফেরা সম্ভব নয় বলেও জানান প্রিন্স হ্যারি।
এসএস