বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফের ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করতে চলেছে ভারত। এছাড়া বিএসএফের ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের বিষয়টিও শিগগিরই ভারত সরকারের চূড়ান্ত অনুমোদন পেতে চলেছে।

এতে প্রায় ১৭ হাজার নতুন সৈন্য যুত্ত হবে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।
সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের বিষয়টি শিগগিরই সরকারের চূড়ান্ত অনুমোদন পেতে চলেছে, যাতে প্রায় ১৭ হাজার নতুন সৈন্যকে অন্তর্ভুক্ত করা হবে। এর পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম এবং পূর্ব ফ্রন্টে দুইটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টার বা অগ্রবর্তী সদর দপ্তর স্থাপন করা হবে বলেও সরকারি বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর মতে, এই পরিকল্পনা ইতোমধ্যেই নীতিগত অনুমোদন পেয়েছে এবং এখন শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়ের অপেক্ষা। অনুমোদন মিললে বিএসএফের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে বলেও দাবি করা হয়েছে।
বিশেষ করে গত বছর বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে (ভারতের) পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এপ্রিলের ২২ তারিখে পেহেলগামে হামলার পর পাকিস্তান সীমান্তেও নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন ব্যাটালিয়ন এবং সদর দপ্তর প্রতিষ্ঠা বিএসএফের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বর্তমানে বিএসএফের ১৯৩টি ব্যাটালিয়ন রয়েছে, যার প্রতিটি ব্যাটালিয়নে গড়ে এক হাজারের বেশি সদস্য থাকে। নতুন ১৬টি ব্যাটালিয়ন গঠিত হলে বিএসএফে অতিরিক্ত প্রায় ১৭ হাজার সদস্য যুক্ত হবে। এগুলো ধাপে ধাপে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে গড়ে তোলা হবে।

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, জম্মু-কাশ্মিরের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করতে জম্মুতে একটি নতুন সেক্টর সদর দপ্তর তৈরি হবে এবং বাংলাদেশ সীমান্তের নজরদারি বাড়াতে মিজোরামে একটি নতুন সেক্টর হেডকোয়ার্টার হবে।

বিএসএফের বর্তমান সেক্টর সদর দপ্তরগুলো জম্মুর রাজৌরি, সুন্দরবনি, জম্মু শহর এবং ইন্দ্রেশ্বর নগরে অবস্থিত। মিজোরাম ও কাচার ফ্রন্টের সদর দপ্তর আসামে, যার অধীনে সিলচর, আইজল এবং মণিপুরে সেক্টর সদর দপ্তর আছে।
নতুন ব্যাটালিয়নগুলোর জন্য পুরুষ ও নারী কর্মী নিয়োগের জন্য শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বিএসএফ। নিয়োগের পর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে।
পিটিআই বলছে, বিএসএফের প্রায় পৌনে তিন লাখ সদস্য রয়েছে এবং এই বাহিনী কয়েক বছর আগে ২০-২১টি নতুন ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব দিয়েছিল। তবে সীমান্তের জটিল ভূপ্রকৃতি এবং দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ১৬টি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারত সরকার।

বিএসএফ বর্তমানে ভারতের ৬ হাজার ৭২৬ কিলোমিটার সীমান্তে দায়িত্বপালন করে থাকে, যার মধ্যে ভারত-পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক সীমান্ত ২ হাজার ২৯০ কিলোমিটার এবং লাইন অব কন্ট্রোলে (এলওসি) ৩৩৯ কিলোমিটার। আর বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৯৭ কিলোমিটার।

পিটিআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিশাল সীমান্তের মধ্যে প্রায় ১০৪৭ কিলোমিটার এখনও বেড়াবিহীন রয়েছে। কারণ ওইসব অংশ নদী, জঙ্গল এবং দুর্গম অঞ্চলের মধ্যে পড়েছে এবং এসব স্থানে বিএসএফের মোট ১ হাজার ৭৬০টি সীমান্ত পোস্ট রয়েছে। নতুন এই ব্যাটালিয়নগুলো এই পোস্টগুলোর নিরাপত্তা ও কার্যক্রম আরও মজবুত করবে বলেও দাবি করা হয়েছে।


টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের ফিরিয়ে দেওয়া চরিত্রে ধানুশের বাজিমাত Jul 05, 2025
img
তুর্কমেনিস্তানকে ৭ গোলে পরাজিত করল বাংলাদেশ Jul 05, 2025
img
অভিনেতা বাপ্পীর সঙ্গে ছবি প্রকাশ, কী ইঙ্গিত দিলেন মিষ্টি জান্নাত? Jul 05, 2025
img
অনার্স পরীক্ষায় নকল করলে চার বছর পর্যন্ত নিষেধাজ্ঞা Jul 05, 2025
img
পুরোনো খেলায় নতুন প্লেয়ার নয়, খেলার নিয়ম বদলাতে এসেছি: নাহিদ ইসলাম Jul 05, 2025
img
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ Jul 05, 2025
img
১৩ গোলের উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় Jul 05, 2025
img
আওয়ামী নেতাকর্মীরা স্থানীয় সরকারকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল : প্রিন্স Jul 05, 2025
img
বার্তা ভুল বোঝায় ফ্লাইটে আতঙ্ক, জরুরি অবতরণ Jul 05, 2025
img
বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারোর নেই: গয়েশ্বর Jul 05, 2025
img
ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে ‘জ্বীন ৩’ Jul 05, 2025
img
নিজের আয়ু নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী করলেন দালাই লামা Jul 05, 2025
img
লেবাননের দক্ষিণাঞ্চলে দফায় দফায় ড্রোন হামলা চালাল ইসরাইল Jul 05, 2025
img
২০ মিনিটে তুর্কমেনিস্তানের জালে ৬ গোল, ৭ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ Jul 05, 2025
img
ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেছে নিতে হবে: জামায়াত আমির Jul 05, 2025
img
সংসার না করলেও সন্তানের মা হতে চান জয়া Jul 05, 2025
img
লস অ্যাঞ্জেলেসে অভিনেত্রী কাইলি পেজের নিথর দেহ উদ্ধার Jul 05, 2025
img
আ. লীগের মতো আচরণ করলে আমরাও ছিটকে পড়ব : বিএনপি নেতা মাকসুদুল Jul 05, 2025
img
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন ম্যাক্রোঁ Jul 05, 2025
img
পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করতে শিক্ষকদের প্রতি শিক্ষা বোর্ডের আহ্বান Jul 05, 2025