কামিল পরীক্ষার প্রবেশপত্রে ভুল, সংশোধনে বিজ্ঞপ্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি পরীক্ষা-২০২৩ এর ১ম পর্বের প্রবেশপত্রে ভুলক্রমে পরীক্ষা কোড ৪০১ মুদ্রিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সিলেবাসভুক্ত ১ম পর্বের পরীক্ষার্থীদের মূল পরীক্ষা কোড ৪০৩। পরীক্ষার্থীদের ওএমআর ফরমে ৪০৩ কোড পূরণের অনুরোধ করা হয়েছে। তবে ৪০১ বা ৪০৩ ব্যবহারকারীদের ফলাফল প্রকাশে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৪ মে) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সকল কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিবদের বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি পরীক্ষা-২০২৩ এর ১ম পর্বের পরীক্ষা কোড ৪০৩। তবে ভুলক্রমে সেটি ৪০১ মুদ্রিত হয়েছে। সেজন্য নতুন সিলেবাসভুক্ত ১ম পর্বের সকল পরীক্ষার্থীকে তাদের ওএমআর ফরমে পরীক্ষা কোড ৪০৩ পূরণের জন্য অনুরোধ করা হয়েছে। তবে এর আগে অনুষ্ঠিত ১ম পর্বের পরীক্ষায় যেসব পরীক্ষার্থী ভুলক্রমে ৪০১ অথবা সঠিক কোড ৪০৩ ব্যবহার করেছেন, তাদের ফলাফল প্রকাশে কোনো সমস্যা হবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

একইসঙ্গে অনিচ্ছাকৃত এমন ভুলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

টিকে/এসএন 

Share this news on: