সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের

বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৪ মে) রিয়াদে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

 প্রবাসী কল্যাণ উপদেষ্টা ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলসহ মেগা ইভেন্ট আয়োজন এবং মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান।
এছাড়া তিনি ওয়ার্ক ভিসা প্রদানের পূর্বে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কি না তা যাচাই করা, সৌদি আরবে আগমনের পূর্বে অনলাইনে নিয়োগচুক্তি স্বাক্ষর, সৌদি শ্রম আইন, শ্রম সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন।

উপদেষ্টা সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকগণকে সৌদি আরবে কারিগরি ও ভাষাগত দক্ষতার ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্যও অনুরোধ জানান যাতে তারা দেশে ফিরে সৌদিগামী কর্মীদেরকে উন্নত প্রশিক্ষণ প্রদান করতে পারেন।

আসিফ নজরুল জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মীদের প্রশিক্ষণের মেয়াদ হ্রাসকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সৌদি মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন দেশের গৃহকর্মীদের জন্য প্রণিত সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে আগ্রহ ব্যক্ত করেন। নারী গৃহকর্মীদেরকে সৌদি গৃহে ব্যবহৃত অত্যাধুনিক গৃহসরঞ্জামাদির ব্যবহার ও আরবি ভাষায় প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা এই বছরের ৩০ জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি অনিয়মিত কর্মীদের সুনির্দিষ্ট সমস্যা সমাধানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণের সমন্বয়ে প্রতিশ্রুত ওয়ার্কিং টিম গঠন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি জানুয়ারি অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের সাইডলাইন বৈঠকে সৌদি ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে তার পূর্বের সাক্ষাতের কথা স্মরণ করেন এবং পূর্ববর্তী বৈঠকে আলোচিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এরইমধ্যে বাস্তবায়িত হওয়ায় সৌদি ভাইস মিনিস্টারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম টাওয়ারে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনে প্যানেল আলোচক হিসাবে অংশগ্রহণ করেন।

তিনি উন্নয়নশীল দেশে সম্পদ, দক্ষ জনবল ও উন্নত প্রযুক্তির সীমাবদ্ধতা এবং গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের অভাব, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত আইন বাস্তবায়নে প্রভাবশালী ব্যক্তি বা মহলের অনীহা ও অনাগ্রহকে এবং তা আইন বাস্তবায়নে দুর্বলতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

এই সম্মেলনে উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এছাড়াও জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আল বক্করের সঙ্গে অপর একটি সাইডলাইন বৈঠকে জর্ডানে নারী কর্মীদের পাশাপাশি কৃষি, পর্যটন ও নির্মাণখাতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ এবং দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এছাড়া নিজেদের মধ্যে তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে উভয় পক্ষ সম্মত হন।

এছাড়াও উপদেষ্টা ড. আসিফ নজরুল ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বাইরামভের সঙ্গে অপর একটি বৈঠকে ওআইসিভুক্ত মুসলিম ভ্রাতৃপ্রতীম দেশের শ্রম সহযোগিতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দেশের বাজারে আজ স্বর্ণের দাম Oct 03, 2025
img
শাপলা প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন Oct 03, 2025
img
খুলনায় প্রতিমা বিসর্জনের বহরে বাস দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫ Oct 03, 2025
img
ভেনেজুয়েলার উপকূলের নিকটে মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি Oct 03, 2025
img
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে Oct 03, 2025
img
আইএল টি-টোয়েন্টিতে দল না পেয়ে অন্য টুর্নামেন্টে চুক্তির মেয়াদ বাড়ালেন অশ্বিন Oct 03, 2025
img
সিলেটে ৩০ কেজি মাদকসহ ২ যুবক আটক Oct 03, 2025
img
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৮৩ Oct 03, 2025
img
ইইউ ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক Oct 03, 2025
img
বিশেষ অভিযানে মোহাম্মদপুরে গ্রেপ্তার ২৯ Oct 03, 2025
img
৯ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও ভারি বর্ষণের পূর্বাভাস Oct 03, 2025
img
১৪ বছর পর ভারত যাচ্ছেন লিওনেল মেসি Oct 03, 2025
img
বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: বাবু খান Oct 03, 2025
img
বাড্ডা থানার নতুন ওসি হাবিবুর রহমান Oct 03, 2025
img
সংসার ভাঙায় স্বামীকে কোটি ডলার দিচ্ছেন নিকোল! Oct 03, 2025
img
এশিয়ান কাপ মিশনে আফিদাদের পাশে বাফুফে সভাপতি Oct 03, 2025
img
সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে ছাত্রসংসদের র‍্যালি Oct 03, 2025
img
শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর : ভিপি সাদিক Oct 03, 2025
img
ফিলিস্তিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্রশিবিরের সংহতি Oct 03, 2025
img
মোহাম্মদপুরে ভুয়া এনএসআইয়ের ডিডি গ্রেপ্তার Oct 03, 2025