কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার ( ৫ মে ) সকাল ৯টার দিকে উপজেলার কোটচাঁদপুর সড়কের চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নাটিমা হাইস্কুল পাড়ার জলিল উদ্দীনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, সকালে জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন।

এ সময় চারমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ