স্ত্রীসহ পরমাণু কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজো ডেস্ক 05:25PM, May 05, 2025
দুর্নীতির অভিযোগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান এবং তার স্ত্রী মোছা. নার্গিস খানমের বিদেশগমন নিষিদ্ধ করেছে আদালত।
সোমবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপসহকারী পরিচালক আনিসুর রহমান আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, মো. মঞ্জুর আহসানের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। গোপন সূত্রে জানা গেছে, তিনি ও তার স্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, যা অনুসন্ধানে বিঘ্ন ঘটাতে পারে। তাই তাদের বিদেশযাত্রা নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।
আদালত আবেদন গ্রহণ করে তাদের বিদেশগমন নিষেধাজ্ঞা জারি করেন।