খুলনায় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

ন্যায্য বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধির দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন খুলনার বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (৫ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত খুলনা জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়নের খুলনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গাজী মাকসুদুর রহমান। সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু সাইদ সেতুসহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের ভিত্তিতে সহায়ক কর্মচারীদের জন্য ন্যায্য বেতন ও স্বতন্ত্র নিয়োগবিধি দাবি করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এতে তারা চরম অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন।

তারা উল্লেখ করেন, ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হওয়ার পর বিচারকদের জন্য পৃথক পে-স্কেল ও নিয়োগবিধি প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীদের সেই কাঠামোর আওতায় আনা হয়নি, যা বৈষম্যের জন্ম দিয়েছে।


এসএস/টিএ


Share this news on: