কেউ যেন হাসিনা হয়ে উঠতে না পারে সে জন্য বিচার আবশ্যক : সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘কেউ যেন খুনি হাসিনা হয়ে উঠতে না পারে সে জন্য এই হত্যাকাণ্ডগুলোর নির্দেশদাতা খুনি হাসিনার বিচার আবশ্যক।’সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘২০১৩ সালের আজকের এই দিনে খুনি হাসিনার নির্দেশে শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। শতাধিক আন্দোলনকারী শাহাদাত বরণ করেন।
 
তিনি বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ডের নির্দেশদাতা খুনি হাসিনার বিচার এই বাংলাদেশে তখন নিশ্চিত হয়নি বলেই হাসিনা সময়ের সাথে সাথে স্বৈরাচারী হাসিনা হয়ে উঠেছেন, আবারও আরেকটি গণহত্যা ঘটানোর সুযোগ পেয়েছেন, সাহস করেছেন।’

তিনি আরো বলেন, ‘এই বাংলাদেশে শুধু খুনি হাসিনাই নয় বরং আর কেউ যেন খুনি হাসিনা হয়ে উঠতে না পারে সে জন্য এই হত্যাকাণ্ডগুলোর নির্দেশদাতা খুনি হাসিনার বিচার আবশ্যক। অন্যথায় অনাগত ভবিষ্যতে বাংলাদেশের সামনে আরো অসংখ্য গণহত্যার দৃষ্টান্ত তৈরি হবে, গণহত্যা ঘটালেও বিচারের আওতায় না আসার উদাহরণ তৈরি হবে, খুনিরা আরো প্রশ্রয় পাবে, মজলুমরা আরো খুনের শিকার হবে।’

সারজিস বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, জুলাই গণহত্যাসহ অসংখ্য বিচারবহির্ভূত হত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচার চাই।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ