ভোরে কক্সবাজার শহরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছে ২০-৩০ জনের একটি দল। মঙ্গলবার সকাল ৬টার দিকে ডলফিন মোড় থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটির নেতৃত্ব দেন কক্সবাজার যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদার। প্রত্যক্ষদর্শীরা জানান, সুগন্ধা পয়েন্টে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এরপর মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যান।
মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা ফিরবে, বাংলদেশ হাসবে’, যদিও ‘বাংলাদেশ’ বানানটি ব্যানারে ভুলভাবে লেখা ছিল।
মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, “কৌশলে মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।”
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস খান জানান, মিছিলটি যখন বের হয়, সে সময় টহল পুলিশ থানায় ফিরে গিয়েছিল। “এই সুযোগে মিছিলকারীরা কার্যক্রম চালায়। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে,” বলেন তিনি।