মসজিদ পরিষ্কারের শর্তে মাদক কারবারির জামিন

ব্যতিক্রমী এক নজির সৃষ্টি করে জামিনের শর্তে গাছ লাগানো, ধর্মীয় অনুশীলন ও সামাজিক দায়বদ্ধতার শর্ত জুড়ে দিয়েছেন আদালত। সোমবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক আসামি সাদ্দাম হোসেনকে এসব শর্তে জামিন মঞ্জুর করেন।

জামিনের শর্ত অনুযায়ী, সাদ্দামকে ৫০টি গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করতে হবে। নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি প্রতি শুক্রবার মসজিদে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে হবে। এছাড়া, আমপারার ১০টি সুরা অর্থসহ মুখস্থ করতে হবে এবং রাসূল (স.)-এর জীবনী পাঠ বা অন্যের মাধ্যমে শুনতে হবে।

আসামি সাদ্দাম হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত রসুলপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সিলেটের বিয়ানীবাজারে বসবাস করেন। জামিনের পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “আদালতের সিদ্ধান্তে আমি আনন্দিত। এখন থেকে ভালো পথে চলতে চাই।”

আদালতের আদেশে আরও বলা হয়েছে, সাদ্দামকে আগামী এক বছর প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে থাকতে হবে এবং কোনো অপরাধে জড়ানো যাবে না। শান্তিপূর্ণ জীবনযাপন ও পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। অনুমতি ছাড়া পেশা বা ঠিকানা পরিবর্তনও করা যাবে না। একইসঙ্গে মাদক সেবন বা বিক্রয়ে সম্পৃক্ত হওয়া বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে।

জামিনের নিশ্চয়তা হিসেবে ৫০০ টাকার বন্ডে সাদ্দামের স্বাক্ষর নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু।


এসএস/টিএ

Share this news on: