ব্রাহ্মণবাড়িয়ায় আকাশী বিলে টর্নেডো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম এলাকায় আকাশী বিলে টর্নেডোর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ মে) সকালে হঠাৎ এই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, প্রায় দুই মিনিট ধরে টর্নেডোটি দেখা যায়। যদিও এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ঘটনাটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ করে আকাশী বিলে ভয়াবহ টর্নেডো দেখে তারা ভয় পেয়ে যান। অনেকে মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও ধারণ করেন।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরএ

Share this news on:

সর্বশেষ