পাক-ভারত ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করল তুরস্ক

পাকিস্তানের ৬টি স্থানে ভারতের বিমান হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ।

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ন্যাটোভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক।

বুধবার (০৭ মে) তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সাক্ষাতে এ সমর্থন ব্যক্ত করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকত আলী খান জানান, উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে।

এ ছাড়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তুরস্ক।

তিনি জানান, তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা জানিয়েছেন এবং নিরীহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

অন্যদিকে, এই ঘটনার প্রতিক্রিয়ায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরান পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক এই ঘটনাকে ‘অযৌক্তিক আগ্রাসন’ হিসেবে চিহ্নিত করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তুরস্কের সঙ্গে আলোচনার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ‘উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ নিয়ে গভীরভাবে আলোচনা করেছে এবং ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।’

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, এবার হয়েছেন ছাত্রদলেরও প্রচার সম্পাদক May 08, 2025
img
নাসিরের কাছ থেকে ক্রিকেট শিখতে আগ্রহী মারিয়া মিম May 08, 2025
img
ঢাবিতে শেখ মুজিবের গ্রাফিতি মুছে দিল ছাত্রদল May 08, 2025
img
আজ সর্বদলীয় বৈঠকে বসছে ভারত May 08, 2025
img
বাংলাদেশ নয়, ভবিষ্যৎ ভারতের মাটিতে খুঁজছেন এই তারকারা! May 08, 2025
img
জাকারবার্গ এখন বিশ্বের দ্বিতীয় ধনী, পেছনে ফেললেন বেজোসকে May 08, 2025
img
রাফাল ভূপাতিতের ইতিহাসে প্রথম নজির গড়ল পাকিস্তান? May 08, 2025
img
আইএমএফের কঠোর শর্ত: বাংলাদেশ ছাড় দেওয়ার পক্ষে নয় May 08, 2025
img
ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ May 08, 2025
img
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান গ্রেফতার May 08, 2025