আওয়ামী লীগের দলীয় কোন্দলে আহসান উল্লাহ মাস্টার নিহত হন

আওয়ামী লীগের এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা দিবসে বুধবার নিজ জন্মভূমি গাজীপুরের হায়দ্রাবাদে কবরের মাজারে স্মরণীয় কোন সভা-সমাবেশের আয়োজন করা না হলেও টঙ্গীর বড় দেওড়ায় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের মিলনায়তনে হত্যাকাণ্ডের মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি নূরুল ইসলাম সরকারের মুক্তি দাবি করে সভাসমাবেশ হয়েছে।

"আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যাকাণ্ডে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ ও নিরপরাধ বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের কারাভোগ" শীর্ষক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। সভাপতিত্ব করেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ মেরাজ উদ্দিন। বক্তব্য রাখেন বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রফেসর বসির উদ্দিন, আবদুর রহিম কালা, আয়ুব আলী, সাংবাদিক আজিজ, সফি মাস্টার প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগের দলীয় কোন্দলে আহসান উল্লাহ মাস্টার এমপি নিহত হয়েছেন। সমাবেশে বলা হয় চাঁদার ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দলীয় কোন্দলে আহসান উল্লাহ মাস্টার ব্রাশফায়ারে নিহত হয়েছেন।

নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর ইসলাম বলেন, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় তার বাবাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। রাজনীতির পথের কাটা সরাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘৃণ্য পথ বেছে নেয় তার বাবাকে হত্যা মামলা দিয়ে। ২০ বছর ধরে তার বাবা জেলহাজতে রয়েছেন।

আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে অবিলম্বে যুবদল নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তি দাবি করা হয় সমাবেশে। উল্লেখ করা যেতে পারে, ২০০৪ সালের ৭ মে দুপুরে টঙ্গী নোয়াগাঁও স্কুল মাঠে আওয়ামী লীগের সভা চলাকালে ব্রাশফায়ারের ক্রসফায়ারে আহসান উল্লাহ মাস্টার এমপি নিহত হন। 

এসএন 

Share this news on: