সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান যথাযথ ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভারত রাতের অন্ধকারে পাকিস্তানে ঢুকে বড় ধরনের হামলা চালায়, যার কড়া জবাব দিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।
শেহবাজ বলেন, “সর্বশক্তিমান আল্লাহর রহমত, জাতির দোয়া এবং সেনাবাহিনীর প্রস্তুতির ফলে পাকিস্তান শত্রুদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা পরমাণু শক্তিধর একটি দেশ, এবং আমাদের সামরিক শক্তি প্রশ্নাতীত।”
তিনি আরও জানান, পাকিস্তানের জবাবে ভারতের সামরিক বাহিনী বিশৃঙ্খলার মুখে পড়েছে এবং তাদের বিমানগুলো শ্রীনগরে ফিরে যেতে বাধ্য হয়েছে। পাকিস্তানের বিমান বাহিনী শুধু প্রস্তুত ছিল না, বরং ভারতের যুদ্ধবিমানের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতেও সক্ষম হয়েছিল।
বিতর্কিত ‘অপারেশন সিঁদুর’ চালানো হয় ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর টানাপোড়েনের মধ্যে। বুধবার রাতের এই অভিযানে ভারতের দাবি অনুযায়ী, পাকিস্তানে ৭০ জন নিহত হয়, যদিও পাকিস্তানের পক্ষ থেকে নিহতের সংখ্যা ২৬ বলে জানানো হয়েছে।
এই অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মিরসহ অন্তত ৯টি স্থানে ২৫ মিনিটের মধ্যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। পাল্টা জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। ভারতীয় কর্মকর্তারা স্বীকার করেছেন যে তাদের তিনটি বিমান ভেঙে পড়েছে।
এদিকে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটে, যাতে ভারতশাসিত কাশ্মিরে ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হন।
শেহবাজ তাঁর বক্তব্যে এই সাহসিকতা ও সফলতার কৃতিত্ব পুরো জাতিকে দেন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান।
এসএস