ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দুই দেশকে বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা জানিয়েছে, উভয় দেশকে উত্তেজনা কমাতে ও হামলা বন্ধ করতে আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (০৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত এবং পাকিস্তানকে ‘উত্তেজনা কমাতে, সংযম প্রদর্শন করতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংস্থাটির পক্ষ থেকে বেসামরিক জনগণের জীবন রক্ষার জন্য আরও হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর মারাত্মক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের কোনো ন্যায়সঙ্গত কারণ থাকতে পারে না। যারা এই হামলার জন্য দায়ী, তাদের বিচার নিশ্চিত করতে হবে।
ইইউ আরও বলেছে, প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব এবং অধিকার রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তাদের নাগরিকদের আইনসম্মতভাবে সুরক্ষিত করার।
ইইউ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে সম্ভাব্য প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, উভয়পক্ষকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত ও পাকিস্তানকে তাদের বাধ্যবাধকতা পূরণ করতে হবে এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
আরএম/এসএন