ভারতের দাবি—পাকিস্তানের পাইলট আটক, প্রমাণ চাইল ইসলামাবাদ
মোজো ডেস্ক 02:08AM, May 09, 2025
ভারতের রাজস্থানের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানের এক পাইলটকে আটক করার দাবি করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। বৃহস্পতিবার (৮ মে) এ দাবি জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট প্যারাশুটে করে বের হয়ে যেতে সক্ষম হন। এরপর তিনি রাজস্থানের জেসেলমারে গিয়ে পড়েন। তখন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে।
এদিকে, পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি। তবে ভারতীয় সেনাবাহিনীর দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জিও নিউজের এক অনুষ্ঠানে বলেন, “ভারত সরকার যে দাবি করছে, আমি এটি পুরোপুরি, একশ ভাগ প্রত্যাখ্যান করছি। যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে, তাহলে যেন এখনই তা দেখায়।”