রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। মাছটির ওজন ১ কেজি ৯৬০ গ্রাম, এটি বিক্রি হয়েছে ৮ হাজার ৪২৮ টাকায়।
শুক্রবার (৯ মে) সকালে অনলাইনের মাধ্যমে চট্টগ্রামে থাকা এক প্রবাসীর পরিবারের কাছে বিক্রি হয় মাছটি। মাছটি বিক্রি করেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ।
তিনি জানান, জেলে ইসমাইল হালদারের কাছ থেকে ভোরে মাছটি ৪২০০ টাকা কেজি দরে ৮২৩২ টাকায় কেনেন তিনি। এরপর ফেসবুকে মাছটির ছবি পোস্ট করলে এক প্রবাসী ৪৩০০ টাকা কেজি দরে ৮৪২৮ টাকায় কিনে নেন। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে।
সম্রাট শাহজাহান আরও বলেন, “এত বড় ইলিশ বহুদিন পর পদ্মায় ধরা পড়েছে। তাই দাম একটু বেশি হলেও কিনে নিয়েছি। পদ্মার বড় ইলিশের চাহিদা সবসময়ই থাকে।”
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, আগে নদীতে বড় আকারের ইলিশ বেশি পাওয়া যেত। এখন তুলনামূলক কম পাওয়া যায়। তবে মাঝেমধ্যেই দৌলতদিয়ায় বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে, যা আশাব্যঞ্জক।
এই খবর স্থানীয়দের মধ্যে বেশ আলোড়ন তুলেছে।
টিকে/টিএ