রাজবাড়ী থেকে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সকাল রাজবাড়ী শহরের পান্না চত্বর ও গোয়ালন্দে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন ও দৌলতদিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল ইসলাম মন্ডল (২৭)।

রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজুর রহমান বলেন, গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহীন ফকিরের দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা এবং গুলি বর্ষণের ঘটনায় গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র মো. শরিফুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টিকে/টিএ

Share this news on: