তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁইছুঁই

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। মাঝের কিছুদিন বিরতি দিয়ে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে এ জনপদে। প্রচণ্ড গরমে পুড়ছে গোটা জনজীবন। বিপর্যস্ত হয়ে পড়ছে প্রাণীকূল।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার দুপুরের পর রাস্তাঘাটে লোকজনের সংখ্যা তুলনামূলক কম ছিল। সেইসাথে গরমের কারণে অনেকে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। অনেকটাই ফাঁকা দেখা গেছে শহরের বিভিন্ন এলাকা। তবে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ কাজের তাগিদে তীব্র গরম উপক্ষে করে বের হচ্ছেন। যদিও তাদেরকেও অলস সময় পার করতে হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। ১৩ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই।

এফপি/টিএ

Share this news on: