আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে এ সড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর বিকেল ৪টা ৫ মিনিটের দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে।

এসময় সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের হুঁশিয়ার করছি জুলাইয়ের মতো আমরা আবারও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবো।

আমাদের প্রায় ২ হাজার ভাই-বোন শহীদ হয়েছেন। আমরা যারা জীবিত আছি, প্রয়োজনে আবারও জীবন দেবো। কিন্তু আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবো না। তারা এই দেশের রাজনীতির অধিকার হারিয়েছে। কেউ যদি তাদের ফিরিয়ে আনতে চায় বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বাহিনীর কেউ, তাদের পরিণতিও শুভ হবে না।

অবরোধ চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট বলেন, নয় মাস পেরিয়ে গেলেও যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচারে কোনো অগ্রগতি নেই। সরকার এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের প্রধান লক্ষ্য ছিল জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়ন, কিন্তু তা এখনও হয়নি। বিপ্লবীরা দাবি করে না, আদায় করে নেয়। যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে এবং গণহত্যার বিচার না হবে, ততদিন আমাদের লড়াই চলবে।

এফপি/টিএ 

Share this news on: