পাকিস্তানি হামলার পর সংবাদ সম্মেলন স্থগিত করল ভারতীয় বাহিনীর

পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় সামরিক স্থাপনাগুলোর ওপর ‘বুনিয়ান মারসুস’ নামে একটি নতুন অভিযান চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। এই অভিযানের আওতায় ভারত ও ভারত-শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম।

সামা টিভি তাদের নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, হামলার পর ভারতীয় সেনাবাহিনী তাদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন বাতিল করেছে। একই সূত্রের দাবি, পাকিস্তান কমপক্ষে তিনটি ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ভারতের লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করেছে।

তবে আলজাজিরা জানিয়েছে, এসব তথ্যের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

‘বুনিয়ান মারসুস’ নামটি কোরআনের একটি আয়াত থেকে নেওয়া, যার অর্থ—“সীসা গলানো এক অটুট প্রাচীর”। পাকিস্তান সামরিক বাহিনী এটিকে তাদের ঐক্য, শক্তি ও প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহার করছে।

পাকিস্তান দাবি করেছে, ভারতের হামলায় নূর খান, মুরিদ ও শোরকোট বিমানঘাঁটি ছিল মূল লক্ষ্যবস্তু। এই হামলার জবাবে পাকিস্তান পাল্টা আঘাত হানে, যার ফলে ভারতের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে শুধু সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে, বেসামরিক স্থাপনাগুলো নয়। তবে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা আরও বড় সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে।


এসএস/এসএন

Share this news on: