পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি থেকে ভারতের নৌবাহিনীর পুশইন করা ৭৮ জন মুসলিম ব্যক্তিকে নিয়ে মোংলার উদ্দেশে রওনা হয়েছে কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা। ধারণ ক্ষমতার অতিরিক্ত হওয়ায় কাঠের ট্রলারে করে তাদেরকে আনা হচ্ছে। দুপুর নাগাদ তারা মোংলায় পৌঁছাবে বলে জানিয়েছে কোস্টগার্ড।
রোববার (১১ মে) সকাল সাড়ে ৮টার দিকে তাদের নিয়ে যাত্রা শুরু হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড।
কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বনবিভাগ সূত্রে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিরা জানান, শুক্রবার (৯ মে) ভারতের নৌবাহিনী তাদের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে নামিয়ে দেয়। পরে তারা ফরেস্ট স্টেশনে গিয়ে আশ্রয় নেন।
পরবর্তীতে খবর পেয়ে মংলা কোস্টগার্ড সেখানে পৌঁছায়। বন বিভাগ ওই ৭৮ জনকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। যাত্রীদের সংখ্যা বেশি হওয়ায় একটি কাঠের ট্রলারেও করে কিছু মানুষকে বহন করা হচ্ছে।
জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিরা ভারতের গুজরাটের বিভিন্ন বস্তিতে বসবাস করতেন। বৈধ নাগরিকত্ব প্রমাণ করতে না পারায় তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাদের।
শ্যামনগর উপজেলা প্রশাসন ও সুন্দরবন বিভাগ তাদের জন্য খাবার ও প্রাথমিক সহায়তা প্রদান করেছে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কোস্টগার্ডের দায়িত্বশীল একটি সূত্র।
এই ঘটনায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা ও মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানা গেছে।
আরএ/এসএন