ভারতে ইউটিউব চ্যানেল ব্লক, আইনি পদক্ষেপ নেবেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভারতে ব্লক করা হয়েছে অনলাইন অ্যাকটিভিস্ট ও সাংবাদিকদের ইউটিউব চ্যানেল। এ ঘটনায় আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। রবিবার (১১ মে) এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, তার, পিনাকী ভট্টাচার্য ও ড. কনক সারওয়ারের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করা হয়েছে ভারত সরকারের অভিযোগের ভিত্তিতে।
ইলিয়াস বলেন, “আমাদের তিনজনকে ইউটিউব ইমেইলের মাধ্যমে জানিয়েছে, ভারত সরকারের অনুরোধে ভারতে আমাদের চ্যানেল ব্লক করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি।”
এর আগে পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে বলেন, “আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। ভারতমাতা তার শত্রুদের চিনে ফেলেছে।”
এদিকে, শুক্রবার (৯ মে) ভারত সরকারের অনুরোধে ইউটিউব বাংলাদেশের অন্তত চারটি টেলিভিশন চ্যানেল—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভিও ভারতে বন্ধ করে দেয়।
টিকে/এসএন