সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না ফের থানা হেফাজতে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে ফের থানা হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (১১ মে) দুপুরে বাকলিয়া থানা পুলিশ তাকে ছেড়ে দিলেও বায়েজিদ থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বর্তমান শারমিন আক্তার তামান্না বায়েজিদ থানা হেফাজতে রয়েছেন। এর আগে শনিবার রাত ১০টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বারৈয়পাড়ার একটি বাসা থেকে তামান্নাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেফতারের পর তামান্নার আইনজীবী আসামি জামিনে থাকার কাগজপত্র দেখালে যাচাই-বাছাই শেষে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে একটি আটকাদেশ থাকায় তাকে ভিন্ন একটি থানা (বায়েজিদ) পুলিশ পরে হেফাজতে নেয়।

সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গত ১৫ মার্চ ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরে তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’

সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতারের পর চট্টগ্রামে একটি জোড়া খুনের ঘটনা ঘটে। ৩০ মার্চ নগরের বাকলিয়া অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়। পুলিশ ধারণা করছে, সন্ত্রাসী সাজ্জাদ ও সন্ত্রাসী সরোয়ার হোসেনের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে তার অনুসারীরা সরোয়ারের সহযোগীদের ওপর হামলা চালান বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ।

এ ঘটনায় গত ১ এপ্রিল চট্টগ্রামের বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় চট্টগ্রামের কারাবন্দি সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে হুকুমের আসামি করা হয়।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
একাধিক অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরকে দুদকে তলব May 13, 2025
img
চুয়াডাঙ্গায় প্রকাশ্য দিবালোকে শিক্ষার্থীকে হত্যা May 13, 2025
img
ঢাকায় বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির সভা আজ May 13, 2025
img
উচ্চশিক্ষায় ১৫% ভ্যাট প্রত্যাহারের আহ্বান প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর May 13, 2025
img
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল May 13, 2025
img
মিষ্টিতে মশা-মাছি-তেলাপোকা পাওয়ায় জরিমানা ৪০ হাজার May 13, 2025
সূর্য উঠলে পরিষ্কার হবে, আ.লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি May 13, 2025
img
১৭ মে থেকে শুরু হবে বাকি আইপিএল May 13, 2025
img
জুনের আগে ফিরছেন না প্রভাস, 'রাজা সাব' এর টিজার বাতিল May 13, 2025
img
অতিরিক্ত কোলেস্টেরল? নিয়মিত খেতে পারেন যেসব সবুজ খাবার May 13, 2025