উচ্চশিক্ষায় ১৫% ভ্যাট প্রত্যাহারের আহ্বান প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর

অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান (এপিইউবি) ড. মো. সবুর খান বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ করারোপ একটি বড় চ্যালেঞ্জ। এই করের কারণে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। তাই উচ্চশিক্ষার ওপর ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

সোমবার (১২ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে বনানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (এপিইউবি) কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) আয়োজিত গোলটেবিল আলোচনার আয়োজন তিনি এসব কথা বলেন।

আলোচনায় বক্তারা ছাত্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে দূরত্ব কমানোর ওপর জোর দেন।

তারা বলেন, শিক্ষকদের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বুঝতে হবে এবং নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। একইসঙ্গে শিক্ষকদের সম্মানহানি হয় এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানান বক্তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

সভাপতির বক্তব্যে বিএসপিইউএর প্রেসিডেন্ট ও ইউআইইউর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব অস্থিরতার অন্যতম কারণ। একইসঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবিএটির ভিসি প্রফেসর ড. আবদুর রব। প্যানেল আলোচক হিসেবে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. কামরুল আহসান, এশিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. শাহজাহান খান, উত্তরা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা, নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. একেএম ওয়ারেসুল করিম এবং সিটি ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. জুলফিকার হাসান বক্তব্য দেন।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিটির প্রফেসর ড. নেহরিন মাজেদ এবং সঞ্চালনা করেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ফারহানা ফেরদৌসী। এ ছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও বিএসপিইউএর সেক্রেটারি ড. নাহিন মামুন ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের আমলে মার্কিন শেয়ারবাজারে এক ঐতিহাসিক ধস Oct 13, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 13, 2025
মক্কায় স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার, সৌদির অর্থনীতিতে নতুন মোড় Oct 13, 2025
বিএনপি-জামায়াতের মতাদর্শের ট্যাগ এড়াতে বিকল্প পথে এনসিপি Oct 13, 2025
চাকসু নির্বাচন বর্জন করবে কি ছাত্রদল? প্রশ্নের জবাবে যা বললেন জিএস প্রার্থী! Oct 13, 2025
img
পেট্রোবাংলার কড়া বার্তা: অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগ Oct 13, 2025
প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জামায়াতের Oct 13, 2025
হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেইজে সাইবার হা/ম/লা Oct 13, 2025
প্রিন্স মাহমুদের ঘুমের ওষুধের টিপস সারজিসের জন্য! Oct 13, 2025
মোট ভোটারের অর্ধেকই অনাবাসিক, বদলে যেতে পারে বিজয়ের সমীকরণ Oct 13, 2025
img
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে আটক ১১ জেলে, ৮ জনের কারাদণ্ড Oct 13, 2025
ট্রাইব্যুনালে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া শুরু Oct 13, 2025
প্রয়োজনে নারীরা যেকোনো কার্যক্রমে যুক্ত থাকতে পারেন: শিবিরের ভিপি প্রার্থী Oct 13, 2025
আটক ১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর Oct 13, 2025
পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান Oct 13, 2025
নির্বাচনের ব্যস্ততা নিয়ে যা বললেন জিএস প্রার্থী আম্মার Oct 13, 2025
img
বিপিএলে বিদেশি ফ্র‍্যাঞ্চাইজির আসতে বাধা নেই Oct 13, 2025
রাজনৈতিক পরিচয়ে বেশি সুবিধা পাবে এটা হতে দিব না - বললেন শিবির জিএস ফাহিম Oct 13, 2025
রাবি শিক্ষার্থীদের যেসব অঙ্গীকার দিলেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী জাহিদ Oct 13, 2025
গান গেয়ে শিবির প্যানেলের প্রচারণা! Oct 13, 2025