মোদির মন্তব্যের পর পাকিস্তান বলল, ‘আগ্রাসনের জবাব দেওয়া হবে’

ভারতের সাথে চারদিন ধরে ড্রোন ও মিসাইল দিয়ে লড়াইয়ের পর গত শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান। দেশটি জানিয়েছে, তারা এ যুদ্ধবিরতিতে এখনও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে, ভারত যদি ভবিষ্যতে কোন ধরনের আগ্রাসন চালায়, তাহলে তারা পূর্ণশক্তি দিয়ে এর জবাব দেবে।

গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে সতর্ক করে বলেন, যদি ভারতের ওপর আবারও কোন সন্ত্রাসী হামলা হয়, তাহলে সীমান্তে ‘সন্ত্রাসীদের আস্তানায়’ আবারও হামলা চালানো হবে। তিনি বলেন, পারমাণবিক হামলার ভয় দেখিয়ে পাকিস্তানকে নিবৃত্ত করা যাবে না।

মোদির এই মন্তব্যের পর আজ মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদের পক্ষ থেকে একটি কঠোর হুঁশিয়ারি এসেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির ভাষণের সমালোচনা করে বলেছে, “মোদির বক্তব্য উস্কানিমূলক। যখন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, তখন তার বক্তব্য উত্তেজনা বৃদ্ধির দিকে ইঙ্গিত করে। পাকিস্তান বর্তমান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং উত্তেজনা নিরসন ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ভবিষ্যতে যে কোন ধরনের আগ্রাসনের জবাব হবে কঠোর।”

গত বুধবার ভারত পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য স্থান লক্ষ্য করে মিসাইল ছোড়ে। ওই সময় নয়াদিল্লি দাবি করে যে, তারা পাকিস্তানে সন্ত্রাসীদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর পর থেকে পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা শুরু করে। শুক্রবার ভারত আবারও মিসাইল ছোড়ে, পরে পাকিস্তান পাল্টা হামলা চালায়।

আজ মঙ্গলবার পাকিস্তান জানিয়েছে, ভারতের হামলায় তাদের ৪০ বেসামরিক নাগরিক এবং ১১ সেনা নিহত হয়েছেন। গত তিন দশকের মধ্যে এটি ভারত-পাকিস্তানের মধ্যে অন্যতম বড় সংঘাত ছিল।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

বিড়ালের প্রতি নৃশংসতা ভিডিও ভাইরাল,নেটিজেনদের নিন্দার ঝড় May 13, 2025
img
আইভীকে গ্রেফতারে বাধা, ২৫২ জনের বিরুদ্ধে মামলা May 13, 2025
img
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণা May 13, 2025
img
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা May 13, 2025
img
ভারতে জমকালো আয়োজনে উদ্বোধন হলো মিস ওয়ার্ল্ড ২০২৫ May 13, 2025
সাকিবের বিকল্প এখনো তৈরি হয় নাই; ইরফান সাজ্জাদ May 13, 2025
img
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মাহফুজাকে May 13, 2025
img
গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ নেপাল May 13, 2025
img
ম্যাক্সওয়েলকে নিয়ে মন্তব্যের জবাব দিলেন প্রীতি জিনতা May 13, 2025
img
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি May 13, 2025