শত বছরের রেকর্ড ভাঙলে প্রিমিয়ার লিগে জায়গা হবে হামজাদের

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন থেকে আর মাত্র এক ধাপ দূরে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ব্রিস্টল সিটিকে ৬-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে তার দল। তবে ফাইনাল জিততে হলে ১০০ বছরের রেকর্ড ভাঙতে হবে ব্লেডসের। আগামী ২৪ মে ওয়েম্বলিতে হবে এই ম্যাচ।


চ্যাম্পিয়নশিপের শেষভাগে এসে খেই হারায় শেফিল্ড ইউনাইটেড। তাতে সরাসরি প্রোমোশন মেলেনি ইংলিশ প্রিমিয়ার লিগে। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় টুর্নামেন্ট খেলতে হামজা চৌধুরীদের এখন প্লে অফ বাধা উতরানোর বিকল্প নেই।

সে বাধা প্রথম দফায় দারুণভাবে উতরালো শেফিল্ড। ব্রিস্টল সিটিকে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও হারালো ৩-০ ব্যবধানে। তাতে দুই লেগ মিলিয়ে ব্যবধান ৬-০। প্লে অফের ৩৮ বছরের ইতিহাসে, এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড এটাই প্রথম।

রেকর্ড ভেঙে প্লে অফের ফাইনালে পৌঁছানো হামজাদের সামনে এখন ফাইনালের অপেক্ষা। ওয়েম্বলির ফাইনালে নামার আগে ব্লেডসকে চোখ রাঙানি দিচ্ছে এক অপয়া রেকর্ড। ৯ বারের চেষ্টায়, কখনোই প্লে অফের বাধা উতরাতে পারেনি শেফিল্ড ইউনাইটেড। এর মাঝে আছে ৪ ফাইনাল হারের ক্ষত। প্লে অফ ইতিহাসে, এতবার ব্যর্থ হয়নি অন্য কোনো ক্লাব।

সে রেকর্ডটাই দশমবারের প্রচেষ্টায় ভাঙতে চাইবেন কোচ ক্রিস ওয়াইল্ডার। ওয়েম্বলির ফাইনাল নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের হামজাও। সোশ্যাল মিডিয়ায় এমনই বার্তা দিয়েছেন শেফিল্ড ফুটবলার।

তবে ভেন্যুটা ওয়েম্বলি বলেই হয়তো আত্মবিশ্বাসে ঘাটতি পড়বে ব্লেডসের। ১৯২৫ সালের পর ঐতিহাসিক এই ভেন্যুতে কখনোই জেতেনি শেফিল্ড। প্রিমিয়ার লিগে প্রোমোশন পেতে, ভাঙতে হবে সেই ১০০ বছরের ইতিহাসটাও।

২৪ শে মে ওয়েম্বলিতে তাই রেকর্ড ভাঙা-গড়ার কাজ হামজাদের। জিতলেই প্রোমোশন। লাল-সবুজের হামজা আবারো ফিরবেন, বিশ্বের সবচেয়ে বর্ণাঢ্য লিগে।
 
এসএম/টিএ

Share this news on: