গাজায় ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত ১০৩

গাজা উপত্যকাজুড়ে ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে কমপক্ষে ১০৩ জনে দাঁড়িয়েছে। হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

স্থানীয় নাসের হাসপাতাল জানিয়েছে, দক্ষিণের খান ইউনিস শহরে বাস্তুচ্যুতদের আশ্রয় হিসেবে ব্যবহৃত গৃহ ও তাঁবুতে রাতভর বোমা হামলায় ৫৬ জন নিহত হয়, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হাসপাতালের করিডর আহত মানুষে পূর্ণ ও মর্গও উপচে পড়ছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

পরে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানান, উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে একটি স্বাস্থ্যকেন্দ্র ও একটি প্রার্থনা কক্ষে হামলা হয়েছে, যেখানে ১৩ জন নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গাজায় স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে হামাসের যোদ্ধা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।

এ ছাড়া হামাসের নিয়ন্ত্রিত আল-আকসা রেডিওর সাংবাদিক হাসান সামুর ও তার পরিবারের ১১ জন সদস্য তাদের বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পাশাপাশি এদিন সকালে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে চারজন ও মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে দুজনের মরদেহ উদ্ধার করেছে। পরে সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, জাবালিয়া শহরে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় শিহাব পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে।

আল-ফাখুরি এলাকায় জাবালিয়া শরণার্থীশিবিরের আল-তাওবাহ স্বাস্থ্যকেন্দ্র ও প্রার্থনা কক্ষে হামলায় আরো ১৩ জন নিহত হয়। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, সেখানে ১৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১১ শিশু রয়েছে।

একটি ভিডিওতে ধ্বংসাবশেষে ঢাকা রাস্তায় দুটি মরদেহ পড়ে থাকতে ও পাশে একটি গুরুতর ক্ষতিগ্রস্ত ভবন দেখা গেছে।

এর আগে গাজাজুড়ে বুধবার ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন নিহত হয়, যার মধ্যে জাবালিয়া শহর ও শরণার্থীশিবিরে ৫৯ জন বলে হাসপাতাল ও বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার রাতে তারা গাজার উত্তরে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।

পরে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার বিকেলে গাজার রিমাল এলাকায় একটি হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় ও বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া কয়েকটি স্কুলে ‘সন্ত্রাসী ঘাঁটি’ থাকার অভিযোগ তুলে সেখানে তীব্র হামলা চালানোর হুমকি দেয়।

ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্ত অতিক্রম করে হামাসের চালানো হামলায় এক হাজার ২০০ জন নিহত হওয়ার প্রতিশোধে গাজায় সামরিক অভিযান শুরু করে, যেখানে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে সাম্প্রতিক অভিযানে নিহত দুই হাজার ৮৭৬ জনও রয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি : তৌসিফ Jul 02, 2025
img
আদালত অবমাননা : শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড Jul 02, 2025
img
ব্যাংক ও এসএমই খাতে সংস্কার আসছে ডিসেম্বরের মধ্যেই : অর্থ উপদেষ্টা Jul 02, 2025
img
হরমুজ প্রণালীতে অবরোধ ও মাইন বসানোর পরিকল্পনা করেছিল ইরান Jul 02, 2025
img
সংসার ভাঙনের সাত বছর পর হাসিনের জয়, শামিকে প্রতি মাসে দিতে হবে ৪ লাখ রুপি Jul 02, 2025
img
ধোনির নামে ট্রেডমার্ক হতে চলেছে ‘ক্যাপ্টেন কুল’ Jul 02, 2025
img
আশুলিয়ায় ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল Jul 02, 2025
img
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাজেট চাহিদা চেয়েছে সরকার Jul 02, 2025
img
পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধীদের অবস্থান, ওসির অপসারণ দাবি Jul 02, 2025
img
রাজনীতি নয়, সাংবাদিকতা ও লেখালেখির জগতে ফিরতে চাই : প্রেস সচিব Jul 02, 2025
img
শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়েই মিলবে বাংলাদেশের বড় সুখবর! Jul 02, 2025
img
মিরাজের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ, যেমন হবে একাদশ Jul 02, 2025
‘আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী’-পার্থ Jul 02, 2025
নির্বাচনী লড়াইয়ে ট্রাম্পের বিপক্ষে মাস্ক! Jul 02, 2025
img
পুত্রবধূ লারা ট্রাম্পকে সিনেট প্রার্থী করে চমক দিলেন ট্রাম্প Jul 02, 2025
সরকারি জায়গায় গাছ; উচ্ছেদ থেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা গাছ প্রেমীর! Jul 02, 2025
img
কার অনুরোধে ‘হেরা ফেরি থ্রি’তে ফিরলেন পরেশ রাওয়াল? Jul 02, 2025
জুলাই গণঅভ্যুত্থান এখন বাজার ধরে কেনা বেচা হচ্ছে! Jul 02, 2025
img
নিষেধাজ্ঞার পরেও মাওরা দৃশ্যমান ভারতে, প্রশ্ন উঠছে সিদ্ধান্ত ঘিরে! Jul 02, 2025
img
দেশের অর্থনীতি ঠান্ডা হয়ে যাচ্ছে : জাহেদ উর রহমান Jul 02, 2025