গাজায় ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত ১০৩

গাজা উপত্যকাজুড়ে ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে কমপক্ষে ১০৩ জনে দাঁড়িয়েছে। হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

স্থানীয় নাসের হাসপাতাল জানিয়েছে, দক্ষিণের খান ইউনিস শহরে বাস্তুচ্যুতদের আশ্রয় হিসেবে ব্যবহৃত গৃহ ও তাঁবুতে রাতভর বোমা হামলায় ৫৬ জন নিহত হয়, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হাসপাতালের করিডর আহত মানুষে পূর্ণ ও মর্গও উপচে পড়ছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

পরে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানান, উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে একটি স্বাস্থ্যকেন্দ্র ও একটি প্রার্থনা কক্ষে হামলা হয়েছে, যেখানে ১৩ জন নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গাজায় স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে হামাসের যোদ্ধা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।

এ ছাড়া হামাসের নিয়ন্ত্রিত আল-আকসা রেডিওর সাংবাদিক হাসান সামুর ও তার পরিবারের ১১ জন সদস্য তাদের বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পাশাপাশি এদিন সকালে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে চারজন ও মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে দুজনের মরদেহ উদ্ধার করেছে। পরে সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, জাবালিয়া শহরে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় শিহাব পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে।

আল-ফাখুরি এলাকায় জাবালিয়া শরণার্থীশিবিরের আল-তাওবাহ স্বাস্থ্যকেন্দ্র ও প্রার্থনা কক্ষে হামলায় আরো ১৩ জন নিহত হয়। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, সেখানে ১৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১১ শিশু রয়েছে।

একটি ভিডিওতে ধ্বংসাবশেষে ঢাকা রাস্তায় দুটি মরদেহ পড়ে থাকতে ও পাশে একটি গুরুতর ক্ষতিগ্রস্ত ভবন দেখা গেছে।

এর আগে গাজাজুড়ে বুধবার ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন নিহত হয়, যার মধ্যে জাবালিয়া শহর ও শরণার্থীশিবিরে ৫৯ জন বলে হাসপাতাল ও বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার রাতে তারা গাজার উত্তরে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।

পরে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার বিকেলে গাজার রিমাল এলাকায় একটি হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় ও বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া কয়েকটি স্কুলে ‘সন্ত্রাসী ঘাঁটি’ থাকার অভিযোগ তুলে সেখানে তীব্র হামলা চালানোর হুমকি দেয়।

ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্ত অতিক্রম করে হামাসের চালানো হামলায় এক হাজার ২০০ জন নিহত হওয়ার প্রতিশোধে গাজায় সামরিক অভিযান শুরু করে, যেখানে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে সাম্প্রতিক অভিযানে নিহত দুই হাজার ৮৭৬ জনও রয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্প-পুতিনের সরাসরি বৈঠক ছাড়া অগ্রগতি সম্ভব নয়: যুক্তরাষ্ট্র May 16, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৩,০০০ ছাড়িয়েছে May 16, 2025
img
আ.লীগ অফিস থেকে ব্যানার খুলে নিলো জুলাই যোদ্ধারা May 16, 2025
img
টেকসই উন্নয়নে জাতিসংঘ-বাংলাদেশের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত May 16, 2025
img
রাশিয়ার শান্তি আলোচনায় অনীহা, অভিযোগ জেলেনস্কির May 16, 2025
img
সহজ জয়ে লা লিগা শিরোপা নিশ্চিত বার্সার May 16, 2025
img
বজ্রপাতে কিশোরের মৃত্যু, গোসলের সময় ‘নড়েচড়ে ওঠায়’ চাঞ্চল্য! May 16, 2025
img
টিভি-অনলাইনে যেসব ম্যাচ দেখবেন আজ May 16, 2025
img
সাম্য হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর দাবি May 16, 2025
বাঙালির ঐতিহ্যবাহী জামদানিতে কান উৎসবে চিত্রনায়িকা বর্ষা May 16, 2025