লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ ইংলিশ ক্লাব বোর্নমাউথের সেন্টার-ব্যাক ডিন হুইসেনকে দলে টানতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারের জন্য ৫০ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ পরিশোধে রাজি হয়েছে স্প্যানিশ ক্লাবটি।
কয়েকটি ইংলিশ ক্লাব প্রস্তাব দিয়েছিল হুইসেনকে দলে ভেড়াতে। চেলসি, লিভারপুল, আর্সেনাল এবং নিউক্যাসলসহ একাধিক প্রিমিয়ার লিগ ক্লাব তার প্রতি আগ্রহ দেখিয়েছিল।তবে সবার প্রস্তাব ফিরিয়ে দিয়ে রিয়ালে যোগ দিতে ব্যক্তিগত শর্তাবলি চূড়ান্ত করার পথে রয়েছেন হুইসেন।
চুক্তি অনুযায়ী, রিলিজ ক্লজের অর্থ তিন কিস্তিতে পরিশোধ করবে রিয়াল মাদ্রিদ। এই ট্রান্সফার ফির একটি অংশ পাবে হুইসেনের আগের দুই ক্লাব, জুভেন্টাস ও মালাগা। জুভেন্টাস ১০ শতাংশ এবং মালাগা ৫ শতাংশ অর্থ পাবে।
বিবিসি জানিয়েছে, চুক্তির কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে এবং শিগগিরই ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে সমঝোতা সম্পন্ন হবে।আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নতুন ফরম্যাটের প্রথম ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল মাদ্রিদ এই চুক্তি চূড়ান্ত করতে চায়।
বায়ার লেভারকুজেনের বর্তমান কোচ জাবি আলোনসো রিয়ালের নতুন কোচ হতে যাচ্ছেন। তার আগ্রহের কারণেই তরুণ এই সেন্টার-ব্যাককে দলে ভেড়াচ্ছে মাদ্রিদ।
গত গ্রীষ্মে প্রায় ১২ দশমিক ৬ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাস থেকে বোর্নমাউথে যোগ দেন হুইসেন। চলতি মৌসুমে তিনি ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতায় ৩৪টি ম্যাচ খেলেছেন এবং করেছেন তিনটি গোল।
এই মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সাইনিং হতে যাচ্ছেন হুইসেন। অপর ইংলিশ দল লিভারপুলের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকেও দলে ভেড়ানোর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এমআর