ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানের ১০ তলা ভবন জব্দ এবং পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। হারুনের ভাইয়ের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ এসেছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এসব আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, কমিশনের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আবেদন দুটি করেছিলেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারি হারুন ও তাঁর ভাই এ বি এম শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দের আদেশ দেন একই আদালত। ওই দিন তাঁদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও আসে। অবরুদ্ধ করা হয় তিনটি কম্পানির শেয়ারও।
এর আগে গত ২৭ আগস্ট হারুন অর রশীদ ও তাঁর স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।গত ৮ জানুয়ারি আসে হারুন ও তাঁর ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ।
এমআর